উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: Uddipan Ngo Job Circular 2022: উদ্দীপন এনজিও তে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৫৫ জন ০২ টি ক্যাটাগরিতে এই নিয়োগ দেয়া হবে। উদ্দীপন এর স্লোগান হলো উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন। অথ্যাৎ, দারিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের জন্য দক্ষ উদ্যোক্তা সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়ন। উদ্যোক্তা উন্নয়নে উদ্ধীপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা। উদ্দীপন ৩৭ বছর ধরে সুবিধাবঞ্চিতদের সেবা প্রদান করে আসছে। বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলায় উদ্দীপনের ৮১৬ টি শাখা সম্প্রসারিত হয়েছে। সম্প্রতি উক্ত সংস্থার শূন্য পদ পূরনের জন্য বিশাল জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিম্নে এই নিয়োগের বিস্তারিত বর্ণনা করা হলো। আপডেট চাকরির খবর পেতে ভিজিট করুন bdjobsmy.com

Uddipan Ngo Job Circular 2022

এই নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য এক সাথে ‍দেখুন

  • সংস্থার নামঃ উদ্দীপন
  • চাকরির ধরনঃ এনজিও চাকরি
  • শূন্য পদঃ ০২ টি
  • নিয়োগ দেয়া হবেঃ ১৫৫ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক-স্নাতকোত্তর পাশ
  • বয়সসীমাঃ ৩২-৩৫ বছর
  • মাসিক বেতনঃ ২৩,৩৭৯-২৬,৭৪০/- টাকা
  • অন্যান্য সুযোগ সুবিধাদিঃ নিম্নে সার্কুলারে দেখুন
  • কর্মস্থলঃ উদ্দীপনের কর্ম এলাকা (বাংলাদেশের যে কোন জেলা/পৌরসভা/উপজেলা/ইউনিয়ন/গ্রাম)।
  • আবেদন ফিঃ ২০০/- টাকা
  • আবেদনের শেষ তারিখঃ ১৬ মে, ২০২২ইং

উদ্দীপন এনজিও নিয়োগ ২০২২

উদ্দীপন এনজিও এ জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগন আগামী ১৬ মে, ২০২২ তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ঠিকানায় ডাকযোগে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগ্য নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা যাচ্ছে। আপনি যদি উদ্দীপন এনজিও তে চাকরি করতে আগ্রহী হন তা হলে নিম্নে উল্লেখিত পদের বিবর দেখে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করুন।

পদের নামঃ সিনিয়র প্রোগ্রাম অফিসার (এসপিও) ও শাখা ব্যবস্থাপক, ক্ষুদ্র ঋণ কর্মসূচী
পদ সংখ্যাঃ ১০৫ টি
বেতনঃ ২৬,৭৪০/- টাকা (লেভেল ৬ষ্ঠ)
অন্যান্য সুযোগ সুবিধাঃ প্রতি মাসে মোটর সাইকেল ভাতা ২,১০০/- টাকা, দায়িত্বতার ভাতা ৪৫০/- টাকা এবং মোবাইল বিল ৫০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাশ
অভিজ্ঞতাঃ সঞ্চয় ও ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমাঃ সর্বোচ্চ ৩৫ বছর
প্রার্থীর চারিত্রিক বৈশিষ্ট্যঃ প্রার্থীকে অবশ্যই সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবর্তি এবং কঠোর পরিশ্রমী হতে হবে।

পদের নামঃ ফাষ্ট প্রোগ্রাম অফিসার (এফপিও) ও শাখা হিসাব রক্ষক (অর্থ ও হিসাব)
পদ সংখ্যাঃ ৫০ টি
বেতনঃ ২৩,৩৯৭/- টাকা (লেভেল ৪র্থ)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ (বানিজ্য)
অভিজ্ঞতাঃ এমএস ওয়ার্ড ও এক্সেলে কাজের দক্ষতা এবং দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমাঃ সর্বোচ্চ ৩২ বছর

উদ্দীপন এনজিও অফিসিয়াল নিয়োগ সার্কুলার

This image is about-উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
#উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের ঠিকানা ও প্রয়োজনীয় বিষয়

আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ আগামী ১৬/০৫/২০২২ ইং তারিখের মধ্যে সৈয়দ মনির হােসেন, উপ-পরিচালক ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ, উদ্দীপন প্রধান কার্যালয়, বাড়ী নং -০৯, রােড নং -০১, ব্লক- এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ, রিং রােড, আদাবর, ঢাকা – ১২০৭।

আবেদপত্রের সাথে প্রয়োজনীয়ঃ প্রার্থীর সদ্যতােলা ২ কপি পাসপাের্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ২ জন পরিচয়দানকারী ব্যক্তির নাম, যােগাযােগের ঠিকানা এবং মােবাইল নম্বর উল্লেখ করে আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে।

আবেদন ফি প্রদানঃ আবেদনপত্রের সাথে “উদ্দীপন” এর অনুকূলে ২০০/- টাকার পে-অর্ডার/পােষ্টাল অর্ডার/ডিডি (অফেরতযােগ্য) জমা দিতে হবে।

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022

অন্যান্য সুযােগ-সুবিধা ও শর্তাবলীঃ

সার্কুলারে উল্লেখিত মাসিক বেতন এবং অন্যান্য ভাতা ব্যতীত সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযােগ সুবিধাদি যেমন – কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, প্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা (দুইটি), বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল এবং দূরত্ব ভাতা (প্রযােজ্য ক্ষেত্রে) প্রাপ্য হবেন।

সংস্থার প্রয়ােজনে আবেদনকারীদের সাথে সরাসরি এবং তাৎক্ষনিকভাবে যােগাযােগ করার জন্য সঠিক মােবাইল/ টেলিফোন যােগাযােগের ঠিকানা এবং খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

যােগ্য নারী প্রার্থীগনকে আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

শুধুমাত্র বাছাইকৃত যােগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে।

উদ্দীপন এনজিও নিয়োগ

Post Related Searchesঃ উদ্দীপন এনজিও নিয়োগ 2022, উদ্দীপন এনজিও নিয়োগ পরীক্ষার প্রশ্ন, উদ্দীপন এনজিও লোন, উদ্দীপন এনজিও শাখা সমূহ, উদ্দীপন এনজিও নিয়োগ ২০২২, উদ্দীপন এনজিও আবেদন ফরম, উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, উদ্দীপন এনজিও সার্কুলার ২০২২, উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, উদ্দীপন এনজিও সিলেট শাখা।

Leave a Comment