সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিট (সেতু) জাতীয় পর্যায়ের একটি ক্ষুদ্রঋণ সহায়তাকারী সংস্থা। এই সংস্থা পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও দাতা প্রতিষ্ঠান এর অর্থায়নে পরিচালিত। সম্প্রতি সেতু এনজিওতে বাংলাদেশের বিভিন্ন জেলায় উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ০৫টি শূন্য পদে ২৬৮ জন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি সেতু এনজিওতে চাকরি করতে আগ্রহীহন তাহলে নিম্নে বর্ণিত পদের বিবরন দেখে যোগ্যতা অনুযায়ী আবেদন করুন। সরকারি, বেসরকারি, এনজিও সকল প্রকার চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন।
SETU NGO Job Circular 2022: সেতু এনজিও ৩৯ বছর যাবৎ বিভিন্ন উন্নমূলক কর্মসূচি যেমনঃ ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, শিশুশ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থাল মাঠ পর্যায়ে টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক উন্নয়ন কর্মী নিয়োগ দেয়া হবে। আগ্রহী, সৎ, পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে ডাকযোগে/হাতে হাতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022
প্রতিষ্ঠানের নাম | সেতু এনজিও |
চাকরির ধরন | এনজিও চাকরি |
ক্যাটাগরি | ০৫ টি |
নিয়োগ দেয়া হবে | ২৮৬ জন |
যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
আবেদনকারীর বয়স | ১৮-৪৫ বছর পর্যন্ত |
আবেদনের মাধ্যম | ডাকযোগে/হাতে হাতে |
পরীক্ষার ফি | ২০০/- টাকা |
আবেদনের শেষ তারিখ | ২৬ মে, ২০২২ |
২৮৬ জন সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের জন্য প্রার্থীগন আগামী ২৬ মে ২০২২ইং তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করুন। আবেদনের আগে নিম্নে বর্ণিত শূন্য পদের বিবরন ভালো ভাবে পড়ে বুঝে আবেদন করুন। সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সার্কুলার অনুযায়ী নিম্নে দেখুন। আবেদনপত্র পাঠাবার ঠিকানা নিচে দেয়া আছে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
১। পদের নামঃ যোনাল ম্যানেজার
পদ সংখ্যাঃ ০৬ টি
বেতনঃ ৫৩,১০০/- টাকা
অন্যান্য সুযোগ সুবিধাঃ প্রতি মাসে মোটর সাইকেল জ্বালানী বাবদ প্রতি কি.মি. ৩/- টাকা এবং মোবাইল বিল ৫০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর পাশ
অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতাঃ নিজস্ব মোটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। যোনাল ম্যানেজার হিসেবে ২ বছর অথবা এরিয়া ম্যানেজার পদে ০৫ বছরের অভিজ্ঞতা।
প্রার্থীর বয়সসীমাঃ সর্বোচ্চ ৩৫-৪০ বছর
২। পদের নামঃ এরিয়া ম্যানেজার
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ ৪৩,৩০০/- টাকা
অন্যান্য সুযোগ সুবিধাঃ প্রতি মাসে মোটর সাইকেল জ্বালানী বাবদ প্রতি কি.মি. ৩/- টাকা এবং মোবাইল বিল ৫০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ
অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতাঃ নিজস্ব মোটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এরিয়া ম্যানেজার হিসেবে ২ বছর অথবা শাখা ব্যবস্থাপক পদে ০৫ বছরের অভিজ্ঞতা।
প্রার্থীর বয়সসীমাঃ সর্বোচ্চ ৪০ বছর
সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) নিয়োগ বিজ্ঞপ্তি
৩। পদের নামঃ শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ৩০ টি
বেতনঃ ৩২,৯০০/- টাকা
অন্যান্য সুযোগ সুবিধাঃ প্রতি মাসে মোটর সাইকেল জ্বালানী বাবদ প্রতি কি.মি. ৩/- টাকা এবং মোবাইল বিল ৩৫০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ
অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতাঃ নিজস্ব মোটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে ২ বছরের অভিজ্ঞতা।
প্রার্থীর বয়সসীমাঃ সর্বোচ্চ ৩৫ বছর
৪। পদের নামঃ শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ৪০ টি
বেতনঃ ৩২,৯০০/- টাকা
অন্যান্য সুযোগ সুবিধাঃ নিয়মিতকরণের পর মাসিক বেতন সহ সংস্থার অনুমোদিত অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ
অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতাঃ নিজস্ব মোটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমাঃ সর্বোচ্চ ২৮-৩৫ বছর
৫। পদের নামঃ ক্রেডিট অফিসার
পদ সংখ্যাঃ ২০০ টি
বেতনঃ ২১,৯০০/- টাকা
অন্যান্য সুযোগ সুবিধাঃ নিয়মিতকরণের পর মাসিক বেতন সহ সংস্থার অনুমোদিত অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ
অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতাঃ নিজস্ব বাই সাইকেল/মোটর সাইকেল থাকতে হবে এবং চালনার দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমাঃ সর্বোচ্চ ২২-৩০ বছর
সেতু এনজিও নিয়োগ অফিসিয়াল সার্কুলার ২০২২

আবেদনপত্র প্রেরণের ঠিকানা
সহকারী পরিচালক (মানব সম্পদ) সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু),
প্রধান কার্যালয়, প্লট-৯১, ব্লক-০২, রোড-১২,
টাঙ্গাইল হাউজিং এস্টেট, পশ্চিম আকুর টাকুর পাড়া,
টাঙ্গাইল। এই ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদন ফি ও জামানত প্রদান
আবেদন ফিঃ আবেদন পত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা “সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু)” এই নামে সােনালী ব্যাংক লি. টাঙ্গাইল বাজার শাখা, টাঙ্গাইল, হিসাব নং-৬০২-৬০০-১০০-১৩৪৪-এ অন লাইনে জমা দিয়ে জমার রশিদ সংযুক্ত করতে হবে অথবা সংস্থার মার্চেন্ট বিকাশ নাম্বারে (১৮৮১-০০৯৮৮০) ২০৫/- (দুইশত পাঁচ) টাকা (রেফারেন্স এ নিজ মােবাইল নাম্বার উল্লেখ করে) প্রদান করে Transaction ID নাম্বার আবেদন পত্রে উল্লেখ করতে হবে
নির্বাচিত প্রার্থীকে ২নং পদের জন্য জামানত বাবদ এককালীন ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ৩ ও ৪নং পদের জন্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা এবং ৫নং পদ প্রার্থীদের ১০,০০০/-(দশ হাজার) টাকা (যা ফেরতযােগ্য) সংস্থার প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
চাকরির সুযোগ সুবিধাবলীঃ শিক্ষানবিশ কাল শেষে চাকরিতে স্থায়ী হলে প্রভিডেন্ট ফান্ড (কন্ট্রিবিউটরি), গ্র্যাচুইটির সুবিধা (চাকুরীকাল ৫ বছর পূর্ণ হলে ১টি, ১০ বছরে ২টি ও ১৫ বছরে ৩টি করে সর্বশেষ মূল বেতন প্রদান করা হবে) ও বছরে ৩টি উৎসব ভাতা (মূল বেতনের সমান ২টি ও ১টি মূল বেতনের ৫০%) প্রদান করা হবে।
আবেদনের প্রয়োজনীয়
আবেদন পত্রে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যােগ্যতা (পাশের সন ও প্রাপ্ত বিভাগ/জিপিএ সহ), জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, সচল মােবাইল নাম্বার উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে সদ্যতােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি ও সকল শিক্ষাগত যােগ্যতার সনদ পত্রের অনুলিপি, ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র/ভােটার আইডি কার্ডের ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত কতে হবে।
আবেদনের শর্তাবলীঃ
শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক পদ ব্যতিত, সকল পদে শিক্ষানবিশকাল ৬ (ছয়) মাস। শিক্ষানবিশকাল সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী চাকুরীতে নিয়মিতকরণ করা হবে।
আবেদনকারী ১-৪নং পদের প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ৫নং পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোন প্রকার TA/DA প্রদান করা হবে না।
শর্তাবলীপূরণে অক্ষম প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই।
সেতু এনজিও নিয়োগ ২০২২
রিলেটেড সার্চঃ সেতু এনজিও নিয়োগ ২০২২, সেতু এনজিও নিয়োগ 2022, সেতু এনজিও নিয়োগ, সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, সেতু এনজিও টাংগাইল নিয়োগ, সেতু এনজিও টাংগাইল নিয়োগ ২০২২, সেতু এনজিও টাংগাইল নিয়োগ 2022, সেতু এনজিও প্রতিষ্ঠাতা, সেতু এনজিও কুষ্টিয়া, সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, সেতু এনজিও নিয়োগ সার্কুলার, সেতু এনজিও নিয়োগ ২০২২ সার্কুলার, সেতু এনজিও টাঙ্গাইল, সেতু এনজিও নিয়োগ