সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: SEHEO NGO চাকরির বিজ্ঞপ্তি 2022, ২৩ টি ক্যাটাগরিতে মোট ৮৩২ জন নিয়োগ দেয়া হবে। সিও এনজিওতে চাকরি আগ্রহী প্রার্থীগ SEHEO সর্বশেষ শূন্যপদগুলি অনলাইনে আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভাল ভাবে পড়ে ডাকযোগে আবেদন করুন। এটি মাইক্রোক্রেডিট অথরিটি থেকে সনদপ্রাপ্ত একটি বেসরকারি সেচ্ছাসেবী মানব কল্যান সংস্থা। নতুন নতুন সকল প্রকার চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন।
সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022
সার্কুলারের সংক্ষিপ্ত বিবরন নিম্নে ছক আকারে দেখুন
নিয়োগকর্তা | সিও এনজিও/SEHEO NGO |
এই চাকরির ধরন | বেসরকারি চাকরি (এনজিও) |
ক্যাটাগরি সংখ্যা | ২৩ টি |
নিয়োগ দেয়া হবে | ৮৩২ জন |
যোগ্যতা | অষ্টম-স্নাতক/বিকম |
আবেদনকারীর বয়স | ২০-৪০ বছর পর্যন্ত |
আবেদনের মাধ্যম | ডকযোগে |
কর্মস্থল | বাংলাদেশের যে কোন যায়গায় |
সময়সীমা | ২৮ এপ্রিল ২০২২ |
সিও এনজিও নিয়োগ ২০২২
সিও এনজিও ১৯৮৬ সাল থেকে দারিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেকযোগ্য একটি হল ঋণ কর্মসূচী। সম্প্রতি সংস্থার প্রধান কার্যালয় সহ কর্ম এলাকা সম্প্রসারণের জন্য ঋণ কর্মসূচীতে অধিক সময় যুক্ত হয়ে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য ও পরিশ্রমী প্রার্থীদের নিকট থেকে নিজ হাতে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। নিম্নে এর বিস্তারিত বিবরন পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও বেতন বর্ণনা করা হলো। আবেদনকারী প্রার্থীগন সার্কুলার পড়ে বুঝে আবেদন করুন।
শূন্য নাম: সহকারী পারিচালক
সংখ্যা: ০২ টি
যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচীতে ০২ থেকে ০৩ বছরের অভিজ্ঞতা
বেতন: প্রবেশকালে ৬০,০০০/- টাকা
শূন্য নাম: জোনাল ম্যানেজার (ঋণ কর্মসূচী)
সংখ্যা: ০৫ টি
যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচীতে ০২ থেকে ০৩ বছরের অভিজ্ঞতা
বেতন: প্রবেশকালে ৫০,০০০/- টাকা
শূন্য নাম: আঞ্চলিক ব্যবস্থাপক
সংখ্যা: ১০ টি
যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচীতে ০২ থেকে ০৩ বছরের অভিজ্ঞতা
বেতন: প্রবেশকালে ৪০,০০০/- টাকা
শূন্য নাম: প্রশিক্ষক (পুরুষ/মহিলা)
সংখ্যা: ০২ টি
যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচীতে ০২ থেকে ০৩ বছরের অভিজ্ঞতা
বেতন: আলোচনা সাপেক্ষে
শূন্য নাম: সিনিয়র শাখা ব্যবস্থাপক
সংখ্যা: ৪০ টি
যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচীতে ০২ থেকে ০৩ বছরের অভিজ্ঞতা
বেতন: প্রবেশকালে ৩৫,০০০/- টাকা
শূন্য নাম: শাখা ব্যবস্থাপক
সংখ্যা: ৫০ টি
যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচীতে ০২ থেকে ০৩ বছরের অভিজ্ঞতা
বেতন: প্রবেশকালে ৩৩,০০০/- টাকা
শূন্য নাম: সহকারী শাখা ব্যবস্থাপক
সংখ্যা: ৫০ টি
যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচীতে ০২ থেকে ০৩ বছরের অভিজ্ঞতা
বেতন: প্রবেশকালে ২৮,০০০/- টাকা
শূন্য নাম: জোনাল হিসাবরক্ষক
সংখ্যা: ০৪ টি
যোগ্যতা: বিকম/এমকম
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচীতে ০২ থেকে ০৩ বছরের অভিজ্ঞতা
বেতন: প্রবেশকালে ২৭,০০০/- টাকা
সিও এনজিও নিয়োগ 2022
শূন্য নাম: অডিট ও মনিটরিং অফিসার
সংখ্যা: ১৫ টি
যোগ্যতা: বিকম/এমকম
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচীতে ০২ থেকে ০৩ বছরের অভিজ্ঞতা
বেতন: প্রবেশকালে ২৭,০০০/- টাকা
শূন্য নাম: জুনিয়র শাখা ব্যবস্থাপক
সংখ্যা: ৪০ টি
যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: অনঅভিজ্ঞ
বেতন: প্রশিক্ষণকালে ২২,০০০/- টাকা
শূন্য নাম: শাখা হিসাবরক্ষক
সংখ্যা: ৪০ টি
যোগ্যতা: বিকম/এমকম
অভিজ্ঞতা: হিসাব পরিচালনা ও কম্পিউটার পরিচালনায় ২/৩ বছরের অভিজ্ঞতা
বেতন: প্রবেশকালে ২২,০০০/- টাকা
শূন্য নাম: সহকারী শাখা হিসাবরক্ষক
সংখ্যা: ৫০ টি
যোগ্যতা: বিকম/এমকম
অভিজ্ঞতা: অনঅভিজ্ঞ
বেতন: প্রশিক্ষণকালে ১৫,০০০/-, অস্থায়ীকালে ১৮,০০০/- টাকা
শূন্য নাম: সিনিয়র ফিল্ড অফিসার
সংখ্যা: ১৫০ টি
যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচীতে ০২ থেকে ০৩ বছরের অভিজ্ঞতা
বেতন: প্রবেশকালে ২০,০০০/- টাকা
শূন্য নাম: ফিল্ড অফিসার
সংখ্যা: ১৫০ টি
যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: অনঅভিজ্ঞ
বেতন: প্রশিক্ষণকালে ১৫,০০০/-, অস্থায়ীকালে ১৮,০০০/- টাকা
শূন্য নাম: ফিল্ড অফিসার
সংখ্যা: ২০০ টি
যোগ্যতা: এইচএসসি/সমমান
অভিজ্ঞতা: অনঅভিজ্ঞ
বেতন: প্রশিক্ষণকালে ১৩,০০০/-, অস্থায়ীকালে ১৬,০০০/- টাকা
শূন্য নাম: সিভিল ইঞ্জিনিয়ার
সংখ্যা: ০২ টি
যোগ্যতা: বিএসসি (সিভিল ইঞ্জিনিয়ার)
অভিজ্ঞতা: ০৩-০৪ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: ২৬,০০০/- টাকা
শূন্য নাম: সাইট ইঞ্জিনিয়ার
সংখ্যা: ০১ টি
যোগ্যতা: ডিপ্লোমা/বিএসসি (সিভিল ইঞ্জিনিয়ার)
অভিজ্ঞতা: ইন্টোরিয়র কাজে ০১-০২ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: ২৪,০০০/- টাকা
শূন্য নাম: স্টোর কিপার
সংখ্যা: ০১ টি
যোগ্যতা: এইচএসসি
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: আলোচনা সাপেক্ষে
শূন্য নাম: ডকুমেন্টেশন অফিসার
সংখ্যা: ০১ টি
যোগ্যতা: এইচএসসি
অভিজ্ঞতা: গ্রাফিক্স/ছবি/এডিটের কাজে ০২-০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: আলোচনা সাপেক্ষে
শূন্য নাম: ড্রাইভার
সংখ্যা: ০৩ টি
যোগ্যতা: অষ্টম শ্রেণী
অভিজ্ঞতা: বৈধ লাইসেন্সসহ ঢাকা শহরে ড্রাইভার হিসেবে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: প্রবেশকালে ১৭,০০০/- টাকা
শূন্য নাম: ইলেকট্রিশিয়ান
সংখ্যা: ০১ টি
যোগ্যতা: অষ্টম শ্রেণী
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ০২/০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: আলোচনা সাপেক্ষে
শূন্য নাম: বাবুর্চী (পুরুষ/মহিলা)
সংখ্যা: ০৩ টি
যোগ্যতা: অষ্টম শ্রেণী
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ০২/০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: আলোচনা সাপেক্ষে
শূন্য নাম: এমএলএসএস
সংখ্যা: ০৫ টি
যোগ্যতা: অষ্টম শ্রেণী
অভিজ্ঞতা: অভিজ্ঞ/অনঅভিজ্ঞ
বেতন: আলোচনা সাপেক্ষে
সিও এনজিও নিয়োগ সার্কুলার ২০২২

আবেদনপত্র পাঠাইবার ঠিকানাঃ
পরিচালক, মানব সম্পদ বিভাগ,
সিও প্রধান কার্যালয়, সার্কিট হাউজ রোড,
চাকলাপাড়া, ঝিনাইদহ-৭৩০০
সিও এনজিও নিয়োগ
এই চাকুরীর সুযোগ-সুবিধাবলীঃ
১। নিয়োগের পরে প্রার্থীর বেতন পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত বেতন ছাড়াও ফুয়েল বিল, মােবাইল বিল ও আবাসিক সুবিধা প্রদান করা হবে।
২। শিক্ষানবিশকাল সন্তোষজনক ভাবে শেষ হলে স্থায়ীকরণ করা হবে। চাকুরী স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, পিএফ, গ্র্যাচুইটি, মৃত্যু বা দূর্ঘটনা ঝুঁকি, কর্মী কল্যাণের সুবিধা, ২টি উৎসব বােনাস, মােটর সাইকেল ও ল্যাপটপ ঋণ সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় বিষয় সমূহঃ
আবেদনকারীর অভিজ্ঞতা সনদ, শিক্ষাগত যােগ্যতা সনদ, নগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি এবং ব্যবহৃত সচল মােবাইল নম্বর সহ আবেদন করতে হবে। চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়ােগ পত্র, যােগদান পত্র, পদোন্নতি পত্র, বদলীর আদেশ, ছাড়পত্র ও বেতন সীটের ফটোকপি যদি থাকে তা যুক্ত করতে হবে। আবেদন পত্র সরাসরি/ডাকযােগে পৌছাতে হবে।
আবেদন ফিঃ ক্রমিক নম্বর ১ থেকে ৩ নম্বর পদে ৪০০/-, ৪ থেকে ৯ নম্বর পদে ৩০০/- এবং ১০ থেকে ২৩ নম্বর পদে ২০০/- সিও, সােনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বর : ২৪০৭০০১০৩৭০৭৪ অথবা সিও, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঝিনাইদহ চলতি হিসাব নম্বর : ২০৫০১৭৫০১০০০৫৭০১২ এ রেজিষ্ট্রেশন ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে এবং অনলাইন এ জমা স্লিপ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। অন্যথায়, আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদনের শর্তাবলীঃ
১। পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
২। প্রার্থীদের সংস্থার প্রয়ােজনে দেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
৩। নিয়ােগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ গ্রহনযােগ্য নয়।
৪। চাকুরীর প্রলােভনে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিকাশ বা নগদে কোন প্রকার লেনদেন করবেন না, করলে সিও সংস্থা দায়ী থাকবে না।
৫। নিয়ােগ সংক্রান্ত তথ্য দেখা যাবে www.seheobd.org, www.facebook.com/seheo, ৬। পরীক্ষার জন্য যােগাযােগের মাধ্যম টেলিফোন: ২৪৭৭৭৪৭০২৯০২৪৭৭৭৪৭০৩০, মােবাইল নম্বর : ০১৯০৭-০৯৪০৫২0১৯০৭-০৯৪০৫৩।
সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, সিও এনজিও নিয়োগ ২০২২, সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, সিও এনজিও নিয়োগ 2022, সিও এনজিও নিয়োগ সার্কুলার ২০২২, সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, সিও এনজিও নিয়োগ