রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: RIC Ngo Job Circular 2022: রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। উক্ত সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এমআরএ (MRA) সনদপ্রাপ্ত। এটি বর্তমানে সারা বাংলাদেশে ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি উক্ত সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরী ভিত্তিতে ০৬টি ক্যাটাগরিতে ৯৬৫ জন বিশাল জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির খবর দেখতে ভিজিট করুন bdjobsmy.com

রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্য নিম্নে দেখুন

সংস্থার নামরিক এনজিও
চাকরির ধরনএনজিও চাকরি
আবেদনের জেলাবংলাদেশের সকল জেলা
ক্যাটাগরি০৬ টি
নিয়োগ সংখ্যা৯৫৬ জন
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/মাস্টার্স/এম,বি,এ
আবেদনের মাধ্যমডাকযোগে
আবেদনের শেষ তারিখ০৭ মে, ২০২২

রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদের বিস্তারিত তথ্য নিম্নে তুলে ধরা হলো। আগ্রহী প্রার্থীগন আগামী ০৭ মে, ২০২২ইং তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে। আরও বিস্তারিত জানতে নিম্নে সার্কুলার দেখুন।

১। পদের নাম: জেনারেল ম্যানেজার (অডিট)
পদ সংখ্যা: ০১টি
বেতন: ১,০৬,৭২০/- টাকা
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিশ্ববিদ্যালয় হতে এ্যাকাউন্টিং/ফিনান্স-এ মাস্টার্স/এম.বি.এ ডিগ্রীধারী এবং CA কোর্স সম্পন্ন।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: বেসরকারী প্রতিষ্ঠাণের নিরীক্ষা বিভাগের উর্ধ্বতন পদে কমপক্ষে ৫ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্ষুদ্রঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের নিরীক্ষা বিভাগে টীম লিডার হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।

২। পদের নাম: জেনারেল ম্যানেজার (জেড এম)
পদ সংখ্যা: ২০ টি
বেতন: ৫৪,৪০০-৫৭,০০০/- টাকা
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।

৩। পদের নাম: এরিয়া ম্যানেজার (এ.এম)
পদ সংখ্যা: ৩৫ টি
বেতন: ৪৭,০২০-৪৯,২৬০/- টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনায় কমপক্ষে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।

রিক এনজিও নিয়োগ 2022

৪। পদের নাম: শাখা ব্যবস্থাপক (বি.এম)
পদ সংখ্যা: ২০০টি
বেতন: ৩৪,৩১০-৩৫,৯৩০/- টাকা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।

৫। পদের নাম: শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা (বি.এ.ও)
পদ সংখ্যা: ২০০টি
বেতন: ২৮,৫৭০-২৯,৯১০/- টাকা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ (বাণিজ্য বিভাগ)

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে হিসাব ব্যবস্থাপক পদে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। অভিজ্ঞতা। MIS & FIS প্রতিবেদন প্রস্তুতে পারদর্শি হতে হবে। MS Office পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।ক্ষ হতে হবে।

৬। পদের নাম: ক্রেডিট অফিসার (সি.ও)
পদ সংখ্যা: ৫০০টি
বেতন: ২৩,৬৫০-২৪,৭৫০/- টাকা
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ এবং ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিক) অফিসিয়াল সার্কুলার ২০২২

This image is about-রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
#রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ বরাবর, “মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-৮৮/এ/ক, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯” এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য যে, জীবনবৃত্তান্তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ নিয়ােগ প্রক্রিয়ায় কোনাে প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই সেক্ষেত্রে বিকাশ/রকেট/নগদ মােবাইল ব্যাংকিং বা অন্য কোনাে মাধ্যমে কারাে সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকুরী প্রার্থীকে পরামর্শ দেয়া হল।

চাকরির সুযোগ সুবিধাবলী নিম্নরুপঃ

  • ২টি উৎসব ভাতা, জীবন যাত্রার ব্যায় ভাতা
  • ঝুঁকি ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা
  • মােবাইল ও ইন্টারনেট বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি
  • কর্মী কল্যান তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ
  • দূরবর্তী ভাতা, চাকুরীতে যােগদানের সাথে সাথেই মটর সাইকেল সফট লােন সুবিধা ও ফুয়েল বিল
  • দুপুরের খাবার ভাতা ইত্যাদি সুযােগ-সুবিধা পাবে।

আবেদনের প্রয়োজনীয় বিষয় ও শর্তাবলী

আবেদনপত্রের সাথে নিম্নে উল্লেখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে।

  • যােগাযােগের জন্য সক্রিয় মােবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত
  • সকল শিক্ষাগত যােগ্যতা ও চাকুরীর অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তােলা ১ কপি পাসপাের্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করতে হবে।

শর্তাবলীসমূহঃ

১। আবেদনকারীদের বাংলাদেশের যে কোন স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

২। উপরােক্ত ২-৬ নং পদের প্রার্থীকে মটর সাইকেল চালনার জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য, নিয়ােগকৃত পুরুষ / নারী এমপ্লয়ীকে বাধ্যতামূলকভাবে মটর সাইকেল চালাতে হবে।

৩। সকল পদের ক্ষেত্রে নিয়ােগপ্রাপ্ত ব্যক্তির Probation Period শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরন করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযােগ সুবিধা প্রাপ্য হবেন।

৪। উল্লেখ্য, সংস্থার বর্তমান বেতন কাঠামাের পূর্নবিন্যাসের কাজ প্রক্রিয়াধীন রয়েছে যা পরবর্তী অর্থ বছর থেকে কার্যকর হবে।

৫। ক্রেডিট অফিসার পদের জন্য সংস্থার বিভিন্ন কর্ম এলাকার ঢাকা, ফেনী, সিলেট, বগুড়া ও খুলনা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আবেদনকারী যে কেন্দ্রের অধীনে পরীক্ষা দিতে ইচ্ছুক/আগ্রহী তাকে খামের উপর অবশ্যই পরীক্ষা কেন্দ্র উল্লেখ করে আবেদন করতে হবে। অন্যান্য পদের পরীক্ষা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

রিক এনজিও নিয়োগ ২০২২

পোষ্ট রিলেটেড কিওয়ার্ডঃ রিক এনজিও শাখা তালিকা, রিক এনজিও নিয়োগ ২০২২, রিক এনজিও লোন, রিক এনজিও সম্পর্কে বিস্তারিত, রিক এনজিও, রিক এনজিও হেড অফিস, রিক এনজিও প্রতিষ্ঠাতা, এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, রিক এনজিও শাখা খুলনা, রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, রিক এনজিও নিয়োগ সার্কুলার ২০২২, রিক এনজিও নিয়োগ।

Leave a Comment