গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: গণ উন্নয়ন কেন্দ্র বিশাল জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ০৪ টি ক্যাটাগরিতে ১৫৫ জন নিয়াগ দেয়া হবে। (GUK) গণ উন্নয়ন কেন্দ্র জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা এম.আর.এ লাইসেন্স প্রাপ্ত এর বাস্তবায়ানাধীন “লাইভলিহুড মাইক্রোফাইন্যান্স কর্মসূচি’র নিম্নে বর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আরও নতুন নতুন চাকরির খবর দেখতে ভিজিট করুন bdjobsmy.com এখানে।
উক্ত সংস্থায় চাকরি আগ্রহী প্রার্থীদের আগামী ১০ মে ২০২২ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সদনপত্র সহ নিম্নে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র প্রেরন করার জন্য অনুরোধ করা হলো।
গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ
প্রতিষ্ঠানের নাম | গণ উন্নয়ন কেন্দ্র |
চাকরির ধরন | এনজিও চাকরি |
ক্যাটাগরি | ০৪ টি |
পদের সংখ্যা | ১৫৫ জন |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/মাস্টার্স |
প্রার্থীর বয়সসীমা | ৩৫-৪৫ বছর |
আবেদনের মাধ্যম | সরাসরি/ডাকযোগ/কুরিয়ার সার্ভিস |
আবেদন ফি | ৩০০/- টাকা |
আবেদনের শেষ তারিখ | ১০ মে, ২০২২ |
গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
গণ উন্নয়ন কেন্দ্র নারী পুরুষদের সমতারভিত্তিতে দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে গাইবান্ধা জেলা সদরের নশরৎপুর গ্রামে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। গাইবান্ধা জেলাটি অত্যন্ত দারিদ্র ও দুর্যোগ প্রবণ, প্রায় প্রতিবছর বন্যা, নদী বাঙন, খরা ইত্যাদির বিরুদ্ধে লড়াই করে জনগণকে জীবনযাপন করতে হয়। এই অঞ্চলের মানুষের অর্থনীতি সম্পূর্ন কৃষি নির্ভরশীল। নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা মোটেও ভাল ছিল না। এই প্রতিকুল পরিস্থিতিতে দারিদ্র মানুষের জীবন ও জীবনযাত্রার টেকসই পরিবর্তন আনার মাধ্যমে দারিদ্রতা হ্রাস করার লক্ষ্যে (GUK) গন উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি উক্ত সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে আগ্রহী হন তা হলে নিম্নে বর্ণিত পদের বিবরন দেখে যোগ্যতা অনুযায়ী আজই আবেদন করুন।
শূন্য পদ: এলাকা ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ কার্যক্রম)
নিয়োগ সংখ্যা: ১০ জন
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন ভাতা: ৩৫,০০০ হতে ৪৫,০০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নূনতম স্নাতক/মাস্টার্স
অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে PKSF-এর সহযোগী সংস্থায় এলাকা ব্যবস্থাপক হিসেবে ৫-৬ টি শাখা পরিচালনার ন্যূনতম ০৩ বছরের চলমান অভিজ্ঞতা।
শূন্য পদ: শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ কার্যক্রম)
নিয়োগ সংখ্যা: ১৫ জন
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন ভাতা: ২৫,০০০ হতে ৩৫,০০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নূনতম স্নাতক/মাস্টার্স
অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে PKSF-এর সহযোগী সংস্থায় শাখা ব্যবস্থা ন্যূনতম ০৩ বছরের চলমান অভিজ্ঞতা।
শূন্য পদ: হিসাব সহযোগী (ক্ষুদ্র ঋণ কার্যক্রম)
নিয়োগ সংখ্যা: ৩০ জন
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন ভাতা: ১৫,০০০ হতে ২০,০০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নূনতম স্নাতক (বাণিজ্য বিভাগ)
অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে PKSF-এর সহযোগী সংস্থায় হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম ০২ বছরের চলমান অভিজ্ঞতা।
শূন্য পদ: উন্নয়ন সহযোগী (ক্ষুদ্র ঋণ কার্যক্রম)
নিয়োগ সংখ্যা: ১০০ জন
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন ভাতা: ১৭,৩৭০ হতে ২০,০০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: নূনতম স্নাতক (বাণিজ্য বিভাগ)
অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে PKSF-এর সহযোগী সংস্থায় মাঠ পর্যায়ের কাজে ন্যূনতম ০১ বছরের চলমান অভিজ্ঞতা, তবে যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে।
গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২ সার্কুলার

গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২
আবেদনের সাথে প্রয়োজনীয় বিষয় ও আবেদনের ঠিকানাঃ
অগ্রহী প্রার্থীগণকে আগামী ১০ মে, ২০২২ তারিখ বিকাল ৫ টার মধ্যে নিজ হাতে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্যতােলা ০২ কপি পাসপাের্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর প্রধান কার্যালয়, নশরৎপুর, গাইবান্ধা-৫৭০০ অথবা সংস্থার ঢাকা কার্যালয়; বাড়ী নং-৯৫/এ, ফ্লোর নং- ৮ ও ৯, সড়ক নং- ৪, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় সরাসরি/ডাকযোগ বা কুরিয়ার যােগে আবেদনপত্র পাঠাতে হবে।খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
সুযোগ সুবিধা সমূহঃ
- শিক্ষানবীশ কাল (৬ মাস) শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা যেমন: বাৎসরিক ইনক্রিমেন্ট, গ্রাচুইটি, বৈশাখী ভাতা, ২টি উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সহ ফ্রি আবাসন সুবিধা প্রদান করা হবে।
- ১ ও ২ নং পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা সাপেক্ষে মােটরসাইকেলের জ্বালানি খরচ সহ মােবাইল বিল প্রদান করা হবে।
- সকল পদের কর্মস্থল হবে সংস্থার কর্মএলাকার শাখা অফিস সমূহে (কর্মীর নিজ থানা ব্যতিত পাশ্ববর্তি থানা ও জেলায়।
আবেদনের শর্তাবলীসমূহ
১ নং ও ২ নং পদের প্রার্থীদের টাকা ২০,০০০ এবং ৩ নং ও ৪ নং পদের প্রার্থীদের টাকা ১৫,০০০ জামানত (ফেরতযোগ্য) হিসেবে নিয়োগের সময় জমা করতে হবে।
দরখাস্তের সাথে সকল পদের জন্য হিসাব নংGUK-HR.DMSND41-182, উত্তরা ব্যাংক লিমিটেড, গাইবান্ধা শাখা অথবা হিসাব নংG UK-HRDM-SND-51060030001 05, সােনালী ব্যাংক লিমিটেড, গাইবান্ধা শাখা-এরনুকূলে ৩০০ টাকা জমা সাপেক্ষে ডিপােজিট স্লিপ আবেদন পত্রের সাথে সংযুক্ত বরতে হবে।
ধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মােবাইল এসএমএসইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না
সকল পদের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে সিদ্ধান্ত গৃহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে তবে যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে।
গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ
এর সাথে সংশ্লিষ্ঠ সার্চঃ গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২ গাইবান্ধা, গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ 2022 গাইবান্ধা, গন উন্নয়ন প্রচেষ্টা নিয়োগ, গণ উন্নয়ন কেন্দ্র গাইবান্ধাগণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২, গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ, গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি, গণ উন্নয়ন কেন্দ্র (guk), গণ উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা